উখিয়ায় হেলপ কক্সবাজারের ডিজ্যাবিলিটি সেন্টার পরিদর্শনে অস্ট্রেলিয়ান দুতাবাসের কর্মকর্তারা

উখিয়ায় ডিজ্যাবিলিটি সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান দুতাবাসের কর্মকর্তারা।

ব্রাকের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা হেলপ কক্সবাজারের উদ্যোগে গড়ে উঠা ডিজ্যাবিলিটি লিডারশীপ লার্নিং সেন্টার এর কার্যক্রম পরিদর্শন করেন ডিএফএটি (অস্ট্রেলিয়ান এইড) এর প্রতিনিধি এমি সেরিডান ও আন্না ল্যামিং।

এসময় তারা ডিজেবিলিটি লিডারশীপ লার্নিং সেন্টারের কার্যক্রম দেখেন ও প্রতিবন্ধী নারী-পুরুষদের সাথে খোলামেলা আলাপ করেন এবং তাদের নানান সমস্যা ও চ্যালেঞ্জের কথা শুনেন।

এসময় ব্রাকের ডিরেক্টর (হিউম্যানিটিরিয়ান প্রোগ্রাম) সাজেদুল হাসান, এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক, হেড অব হোষ্ট কমিউনিটি প্রোগ্রাম আব্দুল মতিন সরদার, হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এস.এম আনোয়ার হোসাইন, ডিজেবিলিটি লিডারশীপ লার্নিং সেন্টারের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জমির আহমদ, হেলপ কক্সবাজার এর ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার এস এম জুনায়েদ, প্রজেক্ট ম্যানেজার জিল্লুর রহমান, ফিল্ড অফিসার মাএখিন রাখাইন উপস্থিত ছিলেন।কক্সবাজার পোস্ট.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।